Friday, December 7, 2012

মোরেলগঞ্জে পানগুছি নদীর অব্যহত ভাঙনে বিলীন হবার পথে ২৫গ্রামের অস্তিত্ব


কে. এম. রুহুল আমীন, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি, ২৪ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – আইলা ও সিডর দুর্গত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত পানগুছি নদীর অব্যাহত ভাঙনে নদী তীরবর্তী দু’পাড়ের ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২৫ গ্রামের মানুষ এখন দিশেহারা হয়ে পড়েছে।
প্রায় ৪ দশক ধরে পানগুছি নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে বাগেরহাট জেলার প্রধান ব্যবসা কেন্দ্র এক সময়ের ছোট কলকাতা মোরেলগঞ্জ বন্দরসহ নদী তীরবর্তী হাজার হাজার বাড়ি-ঘর, স্কুল-মাদ্রাসা, হাট-বাজার, দোকানপাটসহ কয়েক হাজার একর ফসলি জমি। সর্বস্ব হারিয়ে এসব এলাকার মানুষ এখন সর্বশান্ত।
পানগুছির অব্যাহত ভাঙন কেড়ে নিয়েছে উপজেলার বহু ঐতিহাসিক স্মৃতিবিজড়িত নিদর্শন। কেড়ে নিয়েছে ইংরেজ বিরোধী লড়াকু সৈনিক বীর যোদ্ধা শহীদ রহিমউল্লাহর মাটির কেল্লা (বসত ভিটা), কেন্দ্রীয় শহীদ মিনার, প্রধান শেডঘর, দুটি সরকারি খাদ্য গুদাম, কেন্দ্রীয় জামে মসজিদ, হরিসভা মন্দির, উপজেলা সাব-রেজিষ্ট্রী অফিস ভবন, স্যানিটারি ইন্সপেক্টরের অফিস ভবন, উপজেলা ডাকঘর, থানা ষ্টাফ কোয়ার্টার, ঐতিহাসিক আনসার ময়দান, ডাক বাংলো, বাইরখালী ইউ পি ভবন, থানা জামে মসজিদ, ছোলমবাড়িয়া বাসষ্ট্যান্ড, ষ্টীমার ঘাটসহ কয়েকটি লঞ্চঘাট।
এ,সি,লাহা হাই স্কুলের মূলভবন, বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, সোনাখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয়, সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহরবুনিয়া মাধ্যমিক বিদ্যলয়, বহরবুনিয়া প্রাথমিক বিদ্যালয়, ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়, পঞ্চকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়াও সোনাখালী, ফুলহাতা, ঘষিয়াখালী, বহরবুনিয়া, পঞ্চকরণ বাজারসহ মোরেলগঞ্জ বাজারের তিন-চতুর্থাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
নিশ্চিহ্ন হবার পথে লতিফিয়া ফাযিল মাদ্রাসা, এ,সি,লাহা পাইলট উচ্চ বিদ্যালয়, থানা ভবন, পুলিশ কোয়ার্টার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রিটিশ শাসক রবার্ট মোরেলের বসতবাড়ি “ঐতিহাসিক কুঠিবাড়ী”, রবার্ট মোরেলের স্মৃতিস্তম্ভসহ বহু সরকারি বেসরকারি ভবন ও নদী তীরবর্তী বিভিন্ন হাট-বাজার, দোকানপাট হাজার হাজার একর ফসলিজমি ও বসতভিটা। বাড়িঘর, দোকানপাট, বাগানবাড়ি, ফসলিজমি সর্বস্ব হারিয়ে হাজার হাজার মানুষ এখন ভূমিহীন হয়ে পড়েছে। অনেক পরিবার বারবার বসত ভিটা পরিবর্তন আর ভাঙনের স্বীকার হতে হতে সব হারিয়ে পরিবার পরিজন দেশের বিভিন্ন স্থানে ছিন্নমূল অবস্থায় মানবেতর জীবন যাপন করছে।
আবার কেউ কেউ পরিবার পরিজন নিয়ে কাজের সন্ধ্যানে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে গেছে। নদীর তীরবর্তী ভাঙনের তীব্রতা একটু কাটলেও আমতলী, কুমারখালী, সন্ন্যাসী, খাউলিয়া, গাবতলা, কাঠালতলা, বারইখালী, কাশ্মীর, সুতালড়ী, বহরবুনিয়া, ফুলহাতা, ঘষিয়াখালী গ্রাম ও পূর্বতীরের হোগলাবুনিয়া, বদনিভাঙা, সানকিভাঙা, ছোলমবাড়িয়া, দোনা, শ্রেনীখালী, পুটিখালী, সোনাখালী, পঞ্চকরণ, হেড়মাসহ বিভিন্ন গ্রামের নদী তীরবর্তী মানুষ এখনও ভাঙগন আতঙ্ক পুরোপুরি  কাটেনি।
ভাঙন কবলিত এলাকার মানুষের চোখেমুখে দেখা গেছে শুধু হতাশা আর আতঙ্কের ছাপ। ইতিমধ্যে বহু মানুষ আশ্রয়হীন হয়ে সরকারি রাস্তা, ওয়াপদা বাঁধের পার্শ্বে খুপড়ি বেধে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
শহর রক্ষা বাধ নাথাকায় ঝড়, জলোচ্ছাসে নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়ে বাড়িঘরের ক্ষতির সাথে সাথে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে মাছের ঘের ও মৌসুমি ফসলের। লবন পানি ঢুকে ফসলি জমির উর্বরতা হ্রাস পেয়ে ঘটছে ফসল হানি, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। এ অবস্থা থেকে রক্ষা পেতে প্রয়োজন নদীর দুই পাড়ে বেরিবাঁধ দেয়া।

মোরেলগঞ্জে তপু বাহিনীর হামলায় আহত ব্যবসায়ী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে


এম.পলাশ শরীফ.মোড়েলগঞ্জ: বাগেরহাটের মোরেলগঞ্জের ফুলহাতা এলাকায় গড়ে উঠেছে একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। এটি তপু বাহিনী নামে পরিচিত। সুন্দবনের একটি প্রভাবশালী দস্যু বাহিনীর প্রধান বন এলাকার মুর্তীমান আতংক ফুলহাতা গ্রামের তছলীম তালুকদার ওরফে  ‘বিডিআর তছলীম’ ক্রস ফায়ারে নিহত হবার প্রায় ২ বছর পরে তার দলের সদস্যরা এখন পুনরায় সংগঠিত হয়েছে তছলীমের পুত্র তপু’র নেতৃত্বে। অস্ত্রবাজ সন্ত্রাসী পিতার পথ ধরেই অগ্রসর হচ্ছে তপু তালুকদার (২৮)। এলাকার বিভিন্ন সূত্রমতে, তার বাহিনীর সদস্য সংখ্যা এখন ২১ জন। তপু বাহিনীর সর্বশেষ শিকার ঘষিয়াখালী গ্রামের হারম্নন-অর-রশিদ হাওলাদার(৫৫)। শুক্রবার সকাল ১০টায় ব্যবসায়ী হারম্ননকে এলাপাথাড়ী কুপিয়ে মৃত ভেবে রাসত্মার পাশে ফেলে রেখে যায় ওই বাহিনীর সদস্যরা। ফুব্যবসায়ী হারম্নন এখন বাগেরহাট সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ধারালো অস্ত্র দিয়ে হারম্ননের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কমপÿÿ ১৫ টি কোপ দেওয়া হয়েছে। প্রচুর রক্তÿরনের ফলে হারম্নন এখন জীবন মৃত্যুর সন্ধীÿনে। মোরেলগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, থানা ওসি আসলাম উদ্দিন, ওসি তদমত্ম আতিকুর রহমানসহ পুলিশের একটি দল গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শুক্রবার সকালে  ব্যবসায়ীক প্রয়োজনে হারম্নন হাওলাদার ফুলহাতা বাজার এলাকায় পৌছালে তপু বাহিনী তাকে ধাওয়া করে। প্রায় ২ কি.মি. পথ তাড়িয়ে হারম্ননকে ধরে এলোপাথাড়ি কুপিয়ে গুরম্নতর জখম করে সন্ত্রাসীরা। এ সময় হারম্ননের সাথে থাকা বাগেরহাটের আলম হাওলাদার(৪০), সরোয়ার হোসেন(৫০), মোসত্মফা হাওলাদার(৩৮),মোসত্মফা হাওলাদার(৪৫), ইলিয়াস শেখ(৩৮)কে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। প্রকাশ্য দিবালোকে তপু বাহিনীর এই তান্ডবে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। শনিবার এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। ##

Tuesday, October 16, 2012

আজ থেকে শুরূ হল ফুলহাতা এর ব্লগ

সবাইকে শুভেচ্ছা
 আশা কেরি সবাই ভালো আছেন
   আজ হতে আমরা শুরু করলাম আমাদের ফুলহাতা কে নিয়ে ব্লগ আশাকরি সবার ভালো লাগবে